নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 279 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর কমার শীর্ষে অবস্থান করছে শ্যামপুর সুগার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৭০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ৯.৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএন স্পিনিংয়ের ৯.৬১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৯.০৯ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৮.৭২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, বিআইএফসির ৮.৪৭ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৩৩ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৮.১৬ শতাংশ, কেয়া কসমেটিকসের ৭.৪৬ শতাংশ এবং দুলামিয়া কটনের শেয়ার দর ৭.৩৯ শতাংশ কমেছে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan