নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | 295 বার পঠিত
শাবানা আজম ভারতের সমান্তরাল চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সমাজকল্যানমূলক কাজে অগ্রণী। তিনি বিয়ে করেছেন ভারতীয় গল্প লেখক জাভেদ আখতারকে। শাবানা আজমী ভারতের হায়দ্রাবাদ-এ জন্মগ্রহণ করেন, তাঁর পিতা কাইফি আজমি (একজন ভারতীয় কবি) এবং মাতা শওকত আজমী একজন মঞ্চ অভিনেত্রী)
শাবানা আজমি ৫ বার জাতীয় চলচ্চিত্র – সেরা অভিনেত্রীর’র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি প্রায় আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরুস্কার পেয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরুস্কার।
১৯৭৫ – জাতীয় চলচ্চিত্র পুরুস্কার – সেরা অভিনেত্রী – অঙ্কুর
১৯৮৩ – জাতীয় চলচ্চিত্র পুরুস্কার – সেরা অভিনেত্রী – আর্থ
১৯৮৪ – জাতীয় চলচ্চিত্র পুরুস্কার – সেরা অভিনেত্রী – খানধার
১৯৮৫ – জাতীয় চলচ্চিত্র পুরুস্কার – সেরা অভিনেত্রী – পার
১৯৯৯ – জাতীয় চলচ্চিত্র পুরুস্কার – সেরা অভিনেত্রী – গডমাদার
ফিল্মফেয়ার পুরুস্কার।
১৯৭৮ – ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী – চলচ্চিত্রঃ স্বামী
১৯৮৪ – ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী – চলচ্চিত্রঃ আর্থ
১৯৮৫ – ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী – চলচ্চিত্রঃ ভাবনা
২০০৬ – ফিল্মফেয়ার আজীবন সম্মাননা
(সংগৃহীত)
Posted ১:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saimun zidne