নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 344 বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ ফান্ডটির দর বেড়েছে ৯০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ৭১৬ বারে ৫৫ লাখ ২৯ হাজার ৫০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৯৪ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৮৫ বারে ১ লাখ ৩ হাজার ৪৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৪ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ইয়াকিন পলিমার ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan