সোমবার ৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবায়ন ফি না দেওয়ায় প্রায় ৩২ হাজার বিও অ্যাকাউন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   251 বার পঠিত

নবায়ন ফি না দেওয়ায় প্রায় ৩২ হাজার বিও অ্যাকাউন্ট বন্ধ

নবায়ন ফি না দেওয়ায় বন্ধ করা হয়েছে বিনিয়োগকারীদের প্রায় ৩২ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট।
বিনিয়োগকারীদের শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)- এর তথ্যমতে, ১ সেপ্টেম্বর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট ছিলো ২৩ লাখ ১৮ হাজার ২৭৪টি। সেখান থেকে ৩১ হাজার ৯২০টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ২২ লাখ ৮৬ হাজার ৩৫৪টি।
সিডিবিএলের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ এর কারণে বিও হিসাবের চার্জের সময় জুালাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। নির্ধারিত সময়ে ফি জমা না দেওয়ায় এই বিও হিসাবগুলো বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেন, ৩০ সেপ্টেম্বর বিও অ্যাকাউন্ট নবায়নের শেষ সময় ছিলো। নির্ধারিত সময়ে বিও অ্যাকাউন্ট নবায়ন না করায় বিও হিসাবগুলো বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন, পানির দামে থাকা কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বেশ কিছু উদ্যোগের ফলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে পুঁজিবাজার। আর তাতে বিনিয়োগকারীরা নতুন করে বাজারে ঝুঁকছেন।
তা না হলে বিগত বছরগুলোর মতই এক লাখ কিংবা তার চেয়ে কম বেশি বিও হিসাব বন্ধ হতো বলে মনে করেন ডিএসইর পরিচালক।
সিডিবিএলের তথ্য মতে, পহেলা সেপ্টেম্বর বিনিয়োগকারীদের বিও হিসাব ছিলো ২৩ লাখ ১৮ হাজার ২৭৪টি। গত এক মাসে বিও হিসাবের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ লাখ ৮৬ হাজার ৩৫৪টিতে।
এর মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার ৮৫৬টি। আর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৫ লাখ ৯৩ হাজার ১০৯টি। এছাড়া বিভিন্ন কোম্পানির বিও হিসাব ১৩ হাজার ৩৮৯টি।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।