নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 321 বার পঠিত
৬০ টাকা নির্ধারিত হয়েছে মীর আক্তার হোসাইন লিমিটেডের কাট অব প্রাইস (প্রান্ত মূল্য সীমা)। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিডিং অর্থাৎ নিলাম শুরু হয় গত ০৪ অক্টোবর বিকেল ৫টায়। চলে ৭ অক্টোবর বিকাল ৫ টা পর্যন্ত। নিলামে ২৪৫ জন যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার পেতে আবেদন করেন।
ডিএসই সূত্র জানিয়েছে, নিলামে কোম্পানিটির শেয়ার পেতে সর্বোচ্চ দর উঠেছে ৯৮ টাকা এবং সর্বনিম্ম ১৪ টাকায় বিট করেছে যোগ্য বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ৫০ টাকা দরে। এই দরে আবেদন করেছে ২৪ জন বিনিয়োগকারী। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ জন ৬১ টাকায় দর প্রস্তাব করেছেন।
টানা ৭২ ঘন্টা নিলামে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত ৬৮ কোটি ৯১ লাখ টাকার বিপরীতে ২৪৫ বিডার মোট ২১০ কোটি ৬৭ লাখ টাকার দর প্রস্তাব করেছেন।
প্রয়োজনের তুলনায় যোগ্য বিনিয়োগকারীদের ৪০৯ শতাংশ আবেদন জমা পড়ে। এই বিনিয়োগকারীরা ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭ টাকা শেয়ার পাবেন।
কোম্পানিটি সর্বমোট সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীর কাছে ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে।
চলতি বছরের ১৩ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৫ তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।
এতে বলা হয়, মীর আখতার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ দশমিক ৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।
উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ১১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan