| সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 806 বার পঠিত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন বড় পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপু বলেন, রোববার বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি মনোনয়ন প্রত্যাশী নই, আমি কাজের সুযোগপ্রত্যাশী। আমাদের মমতাময়ী মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে। আমিও আগে থেকেই নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করেছি। আপা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করবো। কারণ আমি এই বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। আমাকে ও আমার সন্তানকে বিষয়টি নিয়ে সাফার করতে হয়েছে। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়।
প্রায় ১৫ বছর ধরে অপু বিশ্বাস সিনেমার সঙ্গে যুক্ত আছেন। অভিনয় করেছেন ৮০টিরও বেশি সিনেমায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের হয়ে সরাসরি নির্বাচনী প্রচারণায় দেখা গেছে।
বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর নায়ক বাপ্পী চৌধুরী। এছাড়া, কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করছেন তিনি।
Posted ১২:০৩ অপরাহ্ণ | সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed