নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 305 বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে ০.১৮ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৩.২০ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.৩৮ পয়েন্ট। সে হিসেবে আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে ০.১৮ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ।
খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৫ দশমিক ৫ পয়েন্টে, সিরামিক খাতে ৯৩ দশমিক ১ পয়েন্টে, প্রকৌশল খাতে ২৫ দশমিক ২ পয়েন্টে, আর্থিক খাতে ২৯.৮ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ১৭.৯ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৩ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৯ দশমিক ৬ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২০ দশমিক ১ পয়েন্টে, পাট খাতে পিই রেশিও ৬৭ দশমিক ৮ পয়েন্টে, জীবন বিমা খাতে ৩০০.৫ পয়েন্ট, বিবিধ খাতে ৪৬.৩ পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯৮.২ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ৫৪ দশমিক ৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭.৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৫ দশমিক ৬ পয়েন্টে, ট্যানারী খাতের ৯২.৬ পয়েন্টে, টেলিকমিনেকেশন খাতে ১২ দশমিক ৭ পয়েন্টে, বস্ত্র খাতের ২৩.৫ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৩৪ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করছে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan