নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 359 বার পঠিত
গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড। এর মধ্যে ৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। সোমবার (৯ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ১৮ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস লোকসান ছিল ১৩ টাকা ৫১ পয়সা।
কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩৭ টাকা ৬৭ পয়সা। আগের বছর যা ছিল ১৬৬ টাকা ৯৫ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১লা ডিসেম্বর।
Posted ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan