নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 255 বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৬ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৩০ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৩২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪১ লাখ ৭৮ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রগতী ইন্স্যুরেন্সের ২৫ দশমিক ৬৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ৪৭ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৭৬ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৯০ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৪০ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৪৭ শতাংশ এবং কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৯ দশমিক শূন্য ১ শতাংশ দাম বেড়েছে।
Posted ১:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan