নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 311 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড ৫০০ কোটি টাকার মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২০ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বন্ডটির উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার-টু এর মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটির চূড়ান্ত অনুমোদন দিবে।
যা শুধু আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড এবং সাধারণ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই ইউনিট কিনতে পারবে।
এর আগের এক্সিম ব্যাংক ২০১৭ সালে পুঁজিবাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে ৪০০ কোটি টাকা উত্তোলন করেছিল। বিএসইসির ৫৯৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বন্ডটির বৈশিষ্ট্য ছিল, শেয়ারে রূপান্তরযোগ্য নয় এবং মুদারাবা সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি মেয়াদও ছিল ৭ বছর।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan