নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 327 বার পঠিত
আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ডিএসই’র চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে সভায় পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৯-২০ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সভায় ডিএসই’র পরিচালনা পর্ষদ ঘোষিত ৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন হতে পারে। এর আগের বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ডিএসই।
বিদায়ী বছরে ডিএসই’র মুনাফা হয়েছে ২৭ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৫৯১ টাকা। ফলে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিলো ৫৪ পয়সা। ২০১৮-১৯ অর্থবছরে ডিএসই’র মুনাফা হয়েছিল ৯৭ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৬৭৪ টাকা।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছর শেষে ডিএসইর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১০ টাকা ৩০ টাকা পয়সা।
Posted ৭:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan