নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 318 বার পঠিত
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের লিমিটেড। সোমবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৭ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৭৭ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে তথা ছয় মাসে (জুলাই’২০-ডিসেম্বর’২০) যমুনা অয়েলের শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৬৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯ টাকা ৩৫ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮৫ টাকা ২২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭৬ টাকা ৩৫ পয়সা।
Posted ১০:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan