নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 520 বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২৪.২৫ শতাংশ ক্যাশ এবং ৭.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ। আলোচিত অর্থবছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ টাকা ১৬ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৬৮ টাকা ৯৫ পয়সা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৯ টাকা ২৪ পয়সা।
উল্লেখ্য, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানির এ শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবেনা।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan