নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ মার্চ ২০২১ | প্রিন্ট | 294 বার পঠিত
বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান গ্রুপের দুই কোম্পানি। এগুলো হলো- আমান ফিড লিমিটেড ও আমান কটন ফাইবার্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আমান গ্রুপের কোম্পানি সচিব মো. মনিরুজ্জামান এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ৮ মার্চ মহামান্য হাইকোট আমান ফিড ও আমান কটন ফাইবার্সকে এজিএম করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে রায়ের সার্টিফাইড কপি আমরা হাতে পেয়েছি। রোববার আদালতের নির্দেশনা অনুযায়ী এজিএম সংক্রান্ত ফি ব্যাংকে জমা দিয়ে আমরা উভয় স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেব।’
এজিএমের তারিখ নির্ধারিত হয়েছে কী না- জানতে চাইলে তিনি বলেন, এজিএমের তারিখ এখনো ঠিক হয়নি। তবে আদালতের নির্দেশের তারিখ থেকে ৮ সপ্তাহের মধ্যে এজিএম সম্পন্ন করতে হবে। তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে এজিএম অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানান।
এর আগে গত ২৭ জানুয়ারি আমান ফিড লিমিটেড ও আমান কটন ফাইবার্সের এজিএম সম্পন্ন করার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে আমান কর্তৃপক্ষ। গত ৮ মার্চ, সোমবার হাইকোর্ট কোম্পানি দু’টিকে এজিএম করার অনুমতি দেয়।
আমান ফিড: চলতি হিসাব বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) আমান ফিড লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৬৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬০ পয়সা।
৩০ জুন, ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
আমান কটন ফাইবার্স: চলতি হিসাব বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) আমান ফিড লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৭ পয়সা।
৩০ জুন, ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
Posted ১২:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan