নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ | প্রিন্ট | 429 বার পঠিত
আগামী ২৪ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ২০১৯ সাল কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। । এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ২০০ কোটি টাকা এবং ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৭২ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০ শেয়ারের মধ্যে ৬০.৭৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯.৩৪ শতাংশ সরকার, ১০.০৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ১৯.৮৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা।
চলতি বছরের নয় মাসে (জানুয়ারি- সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৩০ পয়সা। গতবছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৫ টাকা ৭১ পয়সা।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan