নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 337 বার পঠিত
প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি তাদের বর্তমান নাম পরিবর্তন করে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম পিএলসি রাখতে চায়। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অনুমোদন নেয়ার জন্য আগামী ২৪ মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।
খাদ্য ও আনুষঙ্গিতক খাতের ‘এন’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৮৫ কোটি টাকা। বর্তমানে কোম্পানির রিজার্ভের পরিমাণ ১৫ কোটি ১১ লাখ টাকা। এ কোম্পানির ৮ কোটি ৫০ লাখ শেয়ারের মধ্যে ৫৮.২৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১২.৬৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২৯.১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan