নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 288 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১১ ও ১২ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা ব্রাক হাউজিং ও সিটি ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ এপ্রিল, মঙ্গলবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ২২.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সিটি ব্যাংক লিমিটেড। এর মধ্যে ১৭.৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ২৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল দুই টাকা ৫৯ পয়সা। এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে তিন টাকা ৯৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল দুই টাকা ৪৩ পয়সা। সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ২৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল দুই টাকা ৫৯ পয়সা। এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে তিন টাকা ৯৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল দুই টাকা ৪৩ পয়সা। আগামী ১৯ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ডেল্টা ব্র্যাক হাউজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস। সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪১ টাকা ৭২ পয়সা। আগামী ৬ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan