মঙ্গলবার ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

বিদেশ ভ্রমন সংক্রান্ত নির্দেশনা মানছে না আর্থিক প্রতিষ্ঠানগুলো

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   266 বার পঠিত

বিদেশ ভ্রমন সংক্রান্ত নির্দেশনা মানছে না আর্থিক প্রতিষ্ঠানগুলো

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিদেশ ভ্রমনের বিষয়ে নির্দেশনা মানছেন না। বিষয়টির উপর জোর দিয়ে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে বলেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ১৩ ফেব্রুয়ারি উপসচিব মোসা. জোহরা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে ফের এ বিষয়টির উপর জোর দেয়া হয়।

এমনটাই জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে।

সূত্রটি জানায়, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদেশ ভ্রমনের ক্ষেত্রে নির্ধারিত ফরমে আগেই প্রস্তাব পেশ করার বিধান রয়েছে। কিন্তু অধিকাংশ কর্মকর্তাই তা মানছিলেন না। এ প্রেক্ষিতে ২০১৭ সালের ১৮ মে একটি নির্দেশনা প্রদান করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নির্দেশনার ২(২) নং ক্রমিকে ‘বিদেশ ভ্রমনের নির্ধারিত ফরম ও প্রস্তাবে বিদেশ ভ্রমনের সম্ভাব্য তারিখ (সময়/কাল) উল্লেখপূর্বক ভ্রমন শুরুর তারিখের কমপক্ষে ১৫ দিন পূর্বে প্রস্তাবটি এ বিভাগে (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) প্রেরণ নিশ্চিত করতে হবে’Ñ বলে উল্লেখ রয়েছে।

এমন নির্দেশনা প্রদানের পরও রাষ্ট্রায়ত্ব বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা সে নির্দেশনা মানছিলেন না। এমন প্রেক্ষাপটে দীর্ঘ প্রায় ৪ বছর পর ফের এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৫১ অপরাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11197 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।