নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 348 বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশের জবাবে এমনটাই জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ২০ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৯ টাকায়। আর ১৯ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩.৭০ টাকায়। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.৭০ টাকা বা ৫১ শতাংশ বেড়েছে।
বীমা খাতের ‘এব’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৯ কোটি ২০ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৪৯৮টি শেয়ারের মধ্যে ৩৭.৮৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৮.০০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫৪.১১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বুধবার, ২১ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan