নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ মে ২০২১ | প্রিন্ট | 233 বার পঠিত
নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্স উৎপাদনের জন্য নতুন মেশিন স্থাপন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চায়নিজ কোম্পানি জাংজিগাং ফিনিসেস অ্যালুমিনিয়াম ফয়েল কোম্পানি লিমিটেড থেকে মেশিন আমদানি করবে এ কোম্পানি। নতুন মেশিনে কোম্পানিটি দিনে এক লাখ পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে।
নতুন মেশিনের সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যাবহার করলে এটা বাজারে কোম্পানির রাজস্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কোম্পানিটি।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan