নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ মে ২০২১ | প্রিন্ট | 364 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে কন্টিনেন্টাল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কন্টিনেন্টাল ইন্সুরেন্সের দর ছিল ৫৩ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ১২.৮২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৬.৯৮ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.৭৩ শতাংশ, রহিমা ফুডের ৬.৩৬ শতাংশ, জিলবাংলা সুগারের ৬.২১ শতাংশ, ন্যাশনাল ফিডের ৬.০৩ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৬৩ শতাংশ, বেক্সিমকোর ৫.৬২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৫.৩৫ শতাংশ এবং শ্যামপুর সুগারের ৫.৩৫ শতাংশ।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan