নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ জুন ২০২১ | প্রিন্ট | 253 বার পঠিত
সম্পদ পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। এতে কোম্পানিটির নিট সম্পদ মূল্য বেড়েছে । বেড়েছে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যের (এনএভিপিএস) পরিমাণও।
বৃহস্পতিবার (৩ জুন) জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের বৈঠকে সম্পদ পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়। তাতে সম্পদ বৃদ্ধির এই চিত্র উঠে আসে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির সম্পদ বিবরণী অনুসারে, ৩১ মার্চ, ২০২১ তারিখে নিট সম্পদের মূল্য (এনএভি) ছিল ৭৩৯ কোটি ৩৮ লাখ টাকা। পুনর্মূল্যায়নে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ কোটি ৪২ লাখ টাকা। সম্পদ পুনর্মূল্যায়ন উদ্বৃত্তের পরিমাণ ৪৩৩ কোটি ৩ লাখ টাকা।
চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান আহমেদ জাকির অ্যান্ড কোং জিপিএইচ ইস্পাতের সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্ব পালন করেছে।
পুনর্মূল্যায়নে জিপিএইচ ইস্পাতের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) এর পরিমাণ দাঁড়িয়েছে ২৯ টাকা ৫২ পয়সা, যা পুনর্মূল্যায়ন ব্যতিত ১৮ টাকা ৬২ পয়সা ছিল। পুনর্মূল্যায়নে এনএভিপিএস বেড়েছে প্রায় ৬০ শতাংশ।
Posted ৯:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan