নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ জুন ২০২১ | প্রিন্ট | 301 বার পঠিত
তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরে আসা মুন্নু ফেব্রিক্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০২ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০১ টাকা বা ৫০ শতাংশ কমেছে।
এদিকে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.০৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ৩৩ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৩৪ টাকায়।
Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan