নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | প্রিন্ট | 227 বার পঠিত
৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডেল্টা এনসিসি ব্যাংক লিমিটেড।
আজ মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডের নাম হবে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টিবেল সাব-অর্ডিনেটেড বন্ড-২’। বন্ডটি রূপান্তরযোগ্য নয়। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে।
ব্যাসেল-৩ এর শর্ত পরিপালনে টিয়ার-২ মূলধন বাড়াতে বন্ডে সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে আলোচিত বন্ড ইস্যু করা হবে।
Posted ৭:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan