নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুন ২০২১ | প্রিন্ট | 237 বার পঠিত
আজ ২৮ জুন, সোমবার থেকে উৎপাদন কারযক্রম শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হোয়াইট ফিস (তেলাপিয়া, কই, পাঙ্গাস এবং পাবদা) চাষ শুরু করেছে কোম্পানিটি। প্রাথমিকভাবে বছরে কোম্পানিটির ১০৫ টন উৎপাদন হবে। মাছের জন্য ১৫ নং কংক্রিট ট্যাংক ব্যাবহার করছে এ কোম্পানি, যেখানে পানি ধারন ক্ষমতা ৫৫ হাজার লিটার।
উৎপাদন প্রক্রিয়া গঠন করা হবে হ্যাচারি ইউনিট, নার্সারি ইউনিট, প্রি-গ্রোআউট, গ্রোআউট, হার্ভেস্টিং এবং বিক্রয় পদ্ধতিতে। কোম্পানিটি উৎপাদন প্রক্রিয়া ক্রমাগতভাবে বাড়াবে জৈবিকভাবে এবং অব্যবহৃত কাঠামো দিয়ে।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan