নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ জুলাই ২০২১ | প্রিন্ট | 203 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩৬ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষস্থান দখল অব্যাহত রেখেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৮১ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৪২ হাজার ৭৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৫ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকা।
বিদায়ী সপ্তাহে কেয়া কসমেটিকস সাপ্তাহিক লেনদেনের তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির ১৪ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৪০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৬ কোটি ৫১ লাখ ৭২ হাজার টাকা।
ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমএল ডায়িং ১১৫ কোটি ৭৯ লাখ ১৮ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের ১০৩ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা, ন্যাশনাল ফিড মিলের ৯৯ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকা, আমান ফিড মিলের ৯৭ কোটি ১৫ লাখ ৮৬ হাজার টাকা, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯৪ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকা, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮০ কোটি ৫২ লাখ ৫৩ হাজার টাকা এবং ডেল্টা লাইফের ৭৯ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ১২:০৫ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan