নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১ | প্রিন্ট | 353 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আয়ের ভিত্তিতে শেয়ারহোল্ডারদেরকে ২০০ শতাংশ অন্তর্বর্তীকালিন ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৪ টাকা ২৯ পয়সা। এর ৫৮ শতাংশ লভ্যাংশ হিসেবে বিতরণ করে দিচ্ছে কোম্পানিটি। অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।
অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৭ টাকা ৩৮ পয়সা, যা গত বছর ৩৩ টাকা ৭৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ২৪ পয়সা।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan