নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ আগস্ট ২০২১ | প্রিন্ট | 328 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ২ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডগুলো হলো- পেনিনসুলা ব্যালেন্সড ফান্ড এবং পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ফান্ড। সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পেনিনসুলা ব্যালেন্সড ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (৩ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত হয়।
৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এই ডিভিডেন্ড পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২ টাকা ৩৯ পয়সা। সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১৪ টাকা ০৬ পয়সা।
অন্যদিকে, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। মঙ্গলবার (৩ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৪ টাকা ৮৩ পয়সা।
সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১৩ টাকা ৭০ পয়সা।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan