নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ আগস্ট ২০২১ | প্রিন্ট | 215 বার পঠিত
মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্সের শেয়ার দর, ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানিটির পক্ষ থেকে গত ২৬ আগস্ট জানানো হয়, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।
পর্যালোচনায় দেখা যায়, গত ১৭ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৭ টাকায়। আর ২৬ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২০.২০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ১৯ শতাংশ বেড়েছে। এ দর বাড়া ডিএসই’র কাছে অস্বাভাবিক মনে হয়েছে।
Posted ১০:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১
bankbimaarthonity.com | saed khan