নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 256 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৫-০৯ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে মেঘনা কনডেন্স মিল্ক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ২০.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেঘনা কনডেন্স মিল্ক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১৭.৮৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১০.৩৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৮৪ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯.৮৪ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ৯.৪৪ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.২৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.১৫ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর ৮ শতাংশ কমেছে।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan