নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | 199 বার পঠিত
গত সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৯৬ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.১৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্। কোম্পানিটির ১ কোটি ৩০ লাখ ৫ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৫ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩ কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ২৩১ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২২৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২২৩ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকার, সাইফ পাওয়ারটেরেক ২০৮ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৭৫ কোটি ৯৫ লাখ ৮১ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৭৫ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪৬ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ১:০০ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan