নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 423 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বিডি ল্যাম্পস, হাইডেলবার্গ সিমেন্ট এবং সিঙ্গার বিডি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি ল্যাম্পস : প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৮ পয়সা । আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ২১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ৯৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২০ টাকা ৫৩ পয়সা।
সিঙ্গার বিডি : তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ২৮ পয়সা।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯৭ পয়সা। আগের বছরের এই সময়ে ছিল ৬ টাকা ২৯ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৫ টাকা। আগের বছরের এই সময়ে ছিল ৩৪ টাকা ৬৬ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩৪ টাকা ১৩ পয়সা। আগের বছরের এই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স : তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৩৩ পয়সা।
তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানূয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৭০ টাকা। গত বছর এই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৩২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২০.৫১ টাকা। গত বছরের এই সময়ে ১৯.৭০ টাকা ছিল।
হাইডেলবার্গ সিমেন্ট : সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪৮ পয়সা।
এদিকে গত ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় লোকসান (ইপিএস) ৩টা ০২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৬ টাকা ০৪ পয়সা।
Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan