| বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 236 বার পঠিত
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক (এফসিএমএ) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সঙ্গে সাক্ষাত করেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিএসইসি ভবনে এই সাক্ষাত হয়।
সাক্ষাতে আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন।
এসময় বিএসইসি চেয়ারম্যান দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আইসিএমএবির প্রতিনিধি দলে সহ-সভপতি মো: মামুনুর রশিদ (এফসিএমএ), কোষাধ্যক্ষ একেএম কামরুজ্জামান (এফসিএমএ), সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল সদস্য মোঃ জসিম উদ্দিন আকন্দ (এফসিএমএ) এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া সাফা প্রেসিডেন্ট এবং আইসিএমএবির সাবেক সভাপতি এ কে এম দেলোয়ার হোসাইন (এফসিএমএ) এ সময় উপস্থিত ছিলেন।
Posted ৫:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | rina sristy