নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 176 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৪-২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে হাইডেলবারগ সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে হাইডেলবারগ সিমেন্টের দর ছিল ৩১৯ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৪৫ টাকা ৭০ পয়সা বা ১৪.৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে হাইডেলবারগ সিমেন্টের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১৪.২৯ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৩.৬২ শতাংশ, মেঘনা পেটের ১২.৯৩ শতাংশ, ওয়াইম্যাক্সের ১২.২৮ শতাংশ, আরামিট লিমিটেডের ১২.১১ শতাংশ, মীর আক্তার হোসেনের ১১.২৮ শতাংশ, স্টাইলক্রাফটের ১১.০৫ শতাংশ, সামিট পাওয়ারের ১০.৮২ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১০.৭৬ শতাংশ।
Posted ১১:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan