বিবিএ নিউজ.নেট | রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট | 212 বার পঠিত
সূচক নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১১৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে প্রায় সব কোম্পানির শেয়ারের দর।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম কমেছে ৩০৩টির, বেড়েছে মাত্র ৪৯টির, অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। শেয়ার ও ইউনিটের দাম কমলেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ৮৫৫ পয়েন্ট অবস্থান করছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ এবং ডিএস৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকা।
রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো, এনআরবিসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মালেক স্পিনিং, লাফার্জহোলসিম এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট কমে ২০ হাজার ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন করা ২৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ২৭কোটি ১৬ লাখ ৩৬ হাজার ১২৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ১১৮ টাকা।
Posted ৬:২২ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | rina sristy