নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 235 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৬-৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭১ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৫০ পয়সা বা ৪৫.৫৫ শতাংশ। এর মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এটলাস বাংলাদেশের ২৬.৯৭ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের১৬.২৩ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ১৫.৯৫ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ১৪.৭৬ শতাংশ, সোনালী পেপারের ১২.২১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ শতাংশ, বিবিএসের ১০.৯১ শতাংশ এবং বাটা সুয়ের ১০.২০ শতাংশ দর বেড়েছে।
Posted ৯:১১ পূর্বাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan