নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 183 বার পঠিত
বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমলেও বেড়েছে বাজার মূলধন। বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে মাত্র ২ কার্যদিবস সূচক বেড়েছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৫৪.০৫ পয়েন্ট বা ০.৮১ শতাংশ অবস্থান করছে ৬ হাজার ৭৫৬.৬৬ পয়েন্টে। একই সময়ে ডিএসই৩০ সূচক ২০.৫৯ পয়েন্ট বা ০.৮২ শতাংশ বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩২.৬৮ পয়েন্টে। এছাড়া আলোচিত সপ্তাহে ডিএসইএস সূচক ৭.৪৭ পয়েন্ট বা ২.৬৪ শতাংশ বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৩১.১২ পয়েন্টে।
আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৮৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৪টি, কমেছে ১৮৫টি, অপরিবর্তিত রয়েছে ৩৩টি এবং লেনদেন হয়নি ৫টির।
বিদায়ী সপ্তাহে ৮৬ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৩৭৭টি শেয়ার ৮ লাখ ৩২ হাজার ২৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ৮১৫ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯.০৭ শতাংশ বা ৩৪৫ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৭৬৬ টাকা বেশি।
বিদায় সপ্তাহে প্রতিদিন গড় ১৭ কোটি ২৭ লাখ ৭৩ হাজার ৪৭৫টি শেয়ার এক লাক ৬৬ হাজার ৪০৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৩২ কোটি ১০ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা।
আলোচিত সপ্তাহে ক্যাটাগরি ভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৩২ কোটি টাকার। এছাড়া, বি’ ক্যাটাগরিতে ৭০৪ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা, ‘এন’ ক্যাটাগরিতে ১২৮ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা এবং ‘জেড’ ক্যাটাগরিতে ৩৫ কোটি ৩১ লাখ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯ হাজার ২৫৮ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৩৪ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৫৪ টাকা। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় বাজার মূলধন বেড়েছে ০.৫৪ শতাংশ বা ২ হাজার ৯৩৮ কোটি ১৩ লাখ ৪৭ হাজার ৪২০ টাকা।
এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচিত সপ্তাহে সিএসইএসপিআই সূচক ০.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৬.০৭ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক ০.৭৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯১৩.১৩ পয়েন্টে, সিএসইএক্স সূচক ০.৬৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮১৩.৪৫ পয়েন্টে। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬১টি, কমেছে ১৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৯ কোটি ২৯ লাখ ৯০ হাজার ২২৮টি শেয়ার ৮০ হাজার ৩৫৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৬৫ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৮৪৭ টাকা ৮০ পয়সা। যা আগের সপ্তাহের তুলনায় ৮৫ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৫২৯টাকা ৩০ পয়সা কম।
Posted ১:৩০ অপরাহ্ণ | শনিবার, ০১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan