| সোমবার, ১০ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 176 বার পঠিত
দরপতনের একদিন পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬১ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৬৬ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম ও লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার দিনের প্রথম দুই ঘণ্টা সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক বাড়তে শুরু করে। ফলে দিন শেষে বাজারটি ৩৭৭টি প্রতিষ্ঠানের ৩০ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ৪২৪টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ৬১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১২ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।
এতে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।
সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল পাওয়ার গ্রিড লিমিটেড। এরপর ছিল বেক্সিমকো লিমিটেড, বিএসসি, বিএসসিসিএল, ফরচুন সুজ, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, তিত্যাস গ্যাস এবং জিপিএসই ইস্পাত লিমিটেড।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত ছিল ৩৮টির।
এদিন বাজারে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৫০৭ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৪০ কোটি ৫২ লাখ ৭২ হাজার ১০২টাকার শেয়ার।
Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ১০ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy