নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 165 বার পঠিত
একটি অয়েল ট্যাঙ্কার ক্রয় করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেড। এজন্য ‘এমএস এম এ বাশার অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, জাপানে নির্মিত অয়েল ট্যাঙ্কারটিরএর ধারণ ক্ষমতা ২০৭৩ মেট্রিক টন। কারখানার কাঁচামাল নেপথা পরিবহনে গুণগতমান, পরিমাণ ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে এই ট্যাঙ্কার। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে সিভিওর কারখানা পর্যন্ত নেপথা পরিবহনে খরচ অনেক কমিয়ে দেবে এই ট্যাঙ্কার এমনটাই দাবি করেছে কোম্পানিটি। এছাড়া এটি অন্যান্য কোম্পানির পণ্য পরিবহণের মাধ্যমে বাড়তি আয় এনে দেবে কোম্পানিকে।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan