নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 162 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১১ লাখ ২৫ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৪৫ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৩২ হাজার ১৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭১ কোটি ৬ লাখ ৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্সুরেন্সের ১৩০ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার,আরএকে সিরামিকসের ১২৫ কোটি ২৮ লাখ ১৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১২৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার টাকার, ফরচুন সুজের ১২৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার, এপেক্স ফুটওয়্যারের ১১১ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১১০ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার এবং ওরিয়ন ফার্মার ১০৬ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ১:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan