নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট | 204 বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৪১ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৩ লাখ ৪৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.২৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৪ কোটি ৮৫ লাখ ২৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৯৭ লাখ ৫ হাজার টাকা।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১ কোটি ৯৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট মিলস, গ্লোবাল হেভি কেমিক্যাল, গোল্ডেন সন, একমি পেস্টিসাইডস, মুন্নু ফেব্রিক্স, জুট স্পিনার্স ও জিবিবি পাওয়ার লিমিটেড।
Posted ১:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan