বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট | 133 বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে।
এসব কোম্পানির ৪৫ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৬ লাখ ৬৩ হাজার টাকার।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি টাকার।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৬০ লাখ টাকার।
পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৬৮ হাজার টাকার।
এছাড়া, রেনাটা লিমিটেডের ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকার, লিন্ডে বিডির ৩ কোটি ২ লাখ ৬ হাজার টাকার, এপেক্স ট্যানারির ২ কোটি ১০ লাখ টাকার, সোনালী পেপারের ৯৮ লাখ ৪২ হাজার টাকার, আইবিবিএল বন্ডের ৯৬ লাখ টাকার, শেফার্ডের ৮৭ লাখ ৯৪ হাজার টাকার, নাহি আ্যলুমিনিয়ামের ৫৮ লাখ ২ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৫৬ লাখ ৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪২ লাখ টাকার, ফার কেমিক্যালের ৩৫ লাখ ৫১ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৩৫ লাখ ১০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৩১ লাখ ৬৩ হাজার টাকার, সন্ধানী ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৮০ হাজার টাকার, খান ব্রাদার্স পিপি ব্যাগের ১৯ লাখ ৯৮ হাজার টাকার, আরডি ফুডের ১৭ লাখ ৭০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৭ লাখ ৬০ হাজার টাকার, স্টাইল ক্রাফ্টের ১৫ লাখ ৫১ হাজার টাকার, যমুনা অয়েলের ১৫ লাখ ৫০ হাজার টাকার, প্রাইম লাইফের ১৫ লাখ টাকা।
সাইফ পাওয়ারটেকের ১১ লাখ ৩৫ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১০ লাখ ৯৩ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১০ লাখ ১৮ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ৯ লাখ ৮ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৮ লাখ ৯০ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৮ লাখ ৬ হাজার টাকার, শাহজালাল ইসলামি ব্যাংকের ৭ লাখ ৫৬ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৭ লাখ ৪ হাজার টাকার, বিচ হ্যাচারির ৬ লাখ ৮৫ হাজার টাকার, জেমিনি-সী ফুডের ৬ লাখ ৪৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৫ লাখ ৯৪ হাজার টাকার, সোশ্যাল ইসলামি ব্যাংকের ৫ লাখ ১০ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | rina sristy