নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৪ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 174 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি আইপিডিসির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ২৪ মার্চ একটি শোকজ নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪ টাকা। ৩ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৪৫ টাকা ৪০ পয়সা উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan