বিবিএ নিউজ.নেট | সোমবার, ১১ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 168 বার পঠিত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির লেনদেনের পরিমাণ ২৪ কোটি ২৪ লাখ ৫১ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার টাকার।
এছাড়া, আইপিডিসি ফাইন্যান্সের ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ১ লাখ ৯৩ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার, পদ্মা লাইফের ১ কোটি ১ লাখ ৪৮ হাজার টাকার, বিএসআরএম স্টিলের ৯৯ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭১ লাখ ৮৫ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৬৫ লাখ ৪০ হাজার টাকার, ডেল্টা স্পিনিংয়ের ৬৫ লাখ ১০ হাজার টাকার, অলটেক্সের ৫৩ লাখ ২০ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৫২ লাখ ৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪২ লাখ ৮৯ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৩৯ লাখ ৫১ হাজার টাকার, এডিএন টেলিকমের ৩৬ লাখ ২৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ২৭ লাখ ২৫ হাজার টাকা।
ফর্চুন সুজের ২৩ লাখ ৩ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ২২ লাখ ৩০ হাজার টাকার, আমান ফিডের ১৬ লাখ ৫২ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৫ লাখ ৫ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ১৩ লাখ ১৬ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১১ লাখ ১৮ হাজার টাকার, ফার্মাএইডের ৮ লাখ ৩৫ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৭ লাখ ৭০ হাজার টাকার, বিকন ফার্মার ৭ লাখ ৫০ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ ৯৩ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৫ লাখ ৮১ হাজার টাকার, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ২৬ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লাখ ২৫ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ২২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ১৭ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৮ হাজার টাকার, সিলভা ফার্মার ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | rina sristy