আবুল কাশেম | রবিবার, ১৫ মে ২০২২ | প্রিন্ট | 222 বার পঠিত
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ঢাকার শিক্ষা পরিদর্শকের বিরুদ্ধে মিনিস্ট্রি অডিটের নামে ২০০ শিক্ষক-কর্মচারীর এক মাসের বেতনের সমপরিমান প্রায় অর্ধকোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি আরও জানান, এ অভিযানে নেতৃত্বে ছিলেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস ও মো. আবুল কালাম আজাদ। গত ১২ মে এ দুই কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীতে শিক্ষাভবনে অভিযান পরিচালনা করেছেন। দুদকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা অভিযানের পাশাপাশি অনুসন্ধান কার্ডক্রম শুরু করেছেন। দুদকের টিম সদস্যরা ১২ মে সরেজমিনে শিক্ষা ভবন পরিদর্শন করেছেন।
তারা শিক্ষা ভবনে দায়িত্ব প্রাপ্ত পরিচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তার অনুপস্থিতে যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারের সাথে মিনিস্ট্রি অডিটের নামে ২০০ জন শিক্ষক-কর্মচারীর পুরো এক মাসের বেতনের সমপরিমান প্রায় অর্ধকোটি টাকা ঘুষ হিসাবে নেওয়ার অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন। দুদক কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কিছু রেকর্ডপত্র সংগ্রাহ করেন। আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।
জানা যায়, মিনিস্ট্রি অডিটের নামে ২০০ জন শিক্ষক-কর্মচারীকে ভয়ভীতির মধ্যে ফেলে, মানসিক এবং চাকরির হুমকির বিষয়টি পুজিঁ করে কৌশলে পুরো এক মাসের বেতনের সমপরিমান ঘুষ লেনদেনের বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুদক কর্মকর্তারা এসব বিষয় সামনে রেখেই প্রাপ্ত অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র অভিকতর যাচাই বাছাই এবং ক্ষতিগ্রহস্ত ২০০ শত শিক্ষক ও কর্মচারীর বক্তব্য শুনানি গ্রহণের কথা রয়েছে। এরপর দুদক কর্মকর্তাদের পক্ষ থেকে অভিযক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানী ও তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মতামতসহ কমিশনে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।
Posted ৭:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ মে ২০২২
bankbimaarthonity.com | rina sristy