| মঙ্গলবার, ২৪ মে ২০২২ | প্রিন্ট | 177 বার পঠিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়িত নোয়াখালী জেলা কার্যালয়ের সাবেক উপ পরিচালক জাহাঙ্গীর আলম, সাবেক সহকারী পরিচালক মো.মশিউর রহমান এবং বর্তমান সহকারী পরিচালক সুবেল আহমেদকে ১০ কোটি টাকার মানহানির মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন নোয়খালীর বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক ।
২৪ মে (মঙ্গলবার) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. শফিউল্লাহ। তিনি জানান, দুদকের ওই ৩ কর্মকর্তা এবং ‘সময় সংবাদ নামের’ একটি বেসকারি টিভি চ্যানেলের মালিক ও সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে ২০২১ সালে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলাটি দায়ের করেন নোয়াখালী জজ কোটের নাজির (বর্তমানে সাময়িক বরখাস্ত) মো.আলমগীর। নোয়াাখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দায়ের করা মানহানি মামলা নম্বর-০১/২০২১।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালে ২৩ ফেব্রুয়ারি বেসকারি টিভি চ্যানেলে ‘সময় সংবাদের’ সকাল ৮ টার সংবাদে “ নোয়াখালী জেলা আদালতের ৩য় শ্রেিিণর কর্মচারী মো. আলমগীরের অবৈধ সম্পাদের পাহাড়” শিরোনামে সংবাদ প্রচার করেছে। ওই সংবাদের পেছনে পরিচয় গোপন পূর্বক সহযোগিতা করেছেন দুদকের উক্ত ৩ জন কর্মকর্তা। দুদকের এ ৩ কর্মকর্তার প্রত্যক্ষ প্ররোচনায়, সহযোগিতা এবং ইন্ধনে সময় সংবাদ নামের টিভি চ্যানাল কর্তৃপক্ষ গত (২৩/০২/২০২১) ইং তারিখ সকাল ৮ টার সংবাদে প্রতিবেদন প্রচার করেছেন। এতে বাদীর (মো. আলমগরের) ১০ কোটি টাকার মানহানী হয়েছে। মামলায় উক্ত ১০ কোটি টাকা বিবাদীদের নিকট থেকে আদায়ের আবেদন জানানো হয়।
গত সোমবার (২৩ মে) নোয়াাখালী বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক মামলায় উভয় পক্ষে বক্তব্য শুনানি গ্রহণ এবং দুদকের ৩ কর্মকর্তার লিখিত বক্তব্য পর্যালোচনা শেষে দুদক কর্মকর্তাদের অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন।
Posted ৭:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মে ২০২২
bankbimaarthonity.com | rina sristy