নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০১ আগস্ট ২০২২ | প্রিন্ট | 166 বার পঠিত
নাম পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ‘ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড’। প্রতিষ্ঠানটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ডিবিএইচ ফিন্যান্স পিএলসি’।
গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়েছে।
নাম পরিবর্তন করা ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ১৯৯৬ সালে আন্তর্জাতিক যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর পরের বছর ১৯৯৭ সাল থেকে কার্যক্রম শুরু করে। ডিবিএইচ নামেও পরিচিত প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি লিমিটেড কোম্পানি।
২০০৮ সালে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন উত্তোলন করে কোম্পানিটি। ডিবিএইচ রিয়েল এস্টেট খাতে অর্থায়নের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ এবং রিয়েল এস্টেট ফাইন্যান্সের বৃহত্তম প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোদিত মূলধন ১৯৫ কোটি টাকা।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০১ আগস্ট ২০২২
bankbimaarthonity.com | saed khan