| রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 92 বার পঠিত
দিনভর শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এ কারণে আজ রোববার দরপতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানি শেয়ারের দাম, সূচক এবং লেনদেনও। এর ফলে দুই দিন উত্থানের পর আবারও টানা দুই কর্মদিবস দরপতন হলো।
রোবাবার (৮ জানুয়ারি) দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় ২ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭ পয়েন্ট। এদিন ডিএসইতে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে বেশ কয়েকদিন দরপতনের পর টানা দুদিন সূচক বাড়ার পর দুদিন দরপতন হলো প্রধান পুঁজিবাজারে।
এদিন বিমা ও আইটি খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে বাকি সব কয়টি খাতের শেয়ারের দাম। তাতেই ডিএসইতে দরপতন হয়েছে বলে মনে করনে বাজার সংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্যমতে, রোববার বাজারটিতে ৪ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫৩৫টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। তাতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা। যা আগের দিন থেকে কমেছে।
এদিন লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানি। তাতে এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯২ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- ইসলামী কর্মাশিয়াল ইনস্যুরেন্স, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, আমরা নেটওয়ার্ক বাংলাদেশ, শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং, জেনেক্স ইনফোসিস এবং ওরিয়ন ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০৮ পয়েন্টে। এদিন বাজারটিতে লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার।
এদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪০টির ও ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | rina sristy