বিবিএনিউজ.নেট | রবিবার, ১০ মার্চ ২০১৯ | প্রিন্ট | 622 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। সমাপ্ত হিসাব বছরে আবাসন ঋণদাতা কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৬০ পয়সা, আগের বছরের চেয়ে যা ১০ দশমিক ৪ শতাংশ বেশি। ৩১ ডিসেম্বর ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় (এনএভিপিএস) ৪১ টাকা ৩৬ পয়সা।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে ৩১ মার্চ সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারে কনফারেন্স হলে এজিএম আয়োজন করবে ডিবিএইচ।
২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডিবিএইচের ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ৬ পয়সা বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৬৫ পয়সা। মূলত চতুর্থ প্রান্তিকের ইপিএসে উচ্চ প্রবৃদ্ধির সুবাদেই বার্ষিক প্রতিবেদনের মুনাফায় দুই অংকের প্রবৃদ্ধি দেখাতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে তাদের ইপিএস এক বছর আগের তুলনায় ৬২ শতাংশ বেড়ে হয়েছে ১ টাকা ৯৫ পয়সা।
একটি ইকুইটি রিসার্চ টিমের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত ৩১ ডিসেম্বর ডিবিএইচের অনাদায়ী ঋণের (এনপিএল) হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৬ শতাংশ, ২০১৭ সাল শেষে যা ছিল শূন্য দশমিক ৩৬ শতাংশ। এনপিএলের এ হার ইন্ডাস্ট্রির গড়ের চেয়ে অনেক কম হলেও কোম্পানির ছয় বছরের উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ।
Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed