নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট | 70 বার পঠিত
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৪ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৪টি হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সাউথ বাংলা এগ্রিকালচারাল কমার্সিয়াল ব্যাংক, সিটি ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ২ টাকা ০৮ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৭৮ পয়সা। আগামী ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ২৭ পয়সা।
আগামী ১৮ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা।
আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১ টাকা ৩২ পয়সা।
শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামি ২০ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে।
সিটি ব্যাংক : ব্যাংকটি পরিচালক বোর্ডের সংখ্যা কমাতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, ইজিএমের মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যাংকের অ্যাসোসিয়েশনের বেশ কিছু নিবন্ধে পরিবর্তন আনবে।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পর্ষদ সংখ্যা কমানোসহ সিটি ব্যাংকের নিবন্ধগুলি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। আর, এসব সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৪ জুন-২০২৩, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
Posted ২:০৬ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan